একদিন বই মেলায়
লিখেছেন লিখেছেন মামুন ০৩ অক্টোবর, ২০১৪, ০৬:০৫:০৩ সন্ধ্যা
একদিন বই মেলায়
.
একদিন বই মেলার ছোট্ট একটি স্টলে,
অলস সময় কাটছিল বেশ।
আড্ডা আলোচনা আর নতুন বই এর
মাতাল ঘ্রানে উদ্দীপ্ত স্নায়ুরা,
অলস দুপুরকে তন্দ্রাচ্ছন্নতা থেকে
ফিরিয়ে আনাতে ব্যস্ত ছিল।
.
সেদিন একজন লায়লা নীরবে এসে ভাঙ্গায়
নৈঃশব্দের তরঙ্গায়িত ফ্রোজেন ধ্যানমগ্নতা!
হৃদয়ে জেগে উঠা কামনারা
লায়লার পুষ্পিত পালকের
মৃদু নিষ্পেষনে কিছুটা বিব্রত হলেও
ভালবাসার ঘুমপড়ানিয়া গানে মেতে উঠে!
.
তার অলস দৃষ্টি ঘুরে বেড়ায় বই থেকে বইয়ে...
প্রতিটি মলাটবন্দী হাজারো বর্ণময়তায়।
অনুভূতির লাল-নীল-গোলাপী বন্দীশালায়
চিন্তারা মুক্ত হতে চেয়ে বনে যায় এক একজন আজন্ম বিপ্লবী!
.
সেদিন বইমেলার সেই স্টলটিতে
লায়লা নামের এক অচেনা রমনী
আমার দৃষ্টির সামনে দিয়ে অদৃশ্য হয়।
সেই থেকে,
প্রতিটি ঝলমলে দুপুর কেন জানি
গুমোট মেঘে বন্দী আর আঁধারে ঢাকা।
মায়াবী সাঁঝ গুলো সব
লোড শেডিং এর রংহীন কালো প্রগাঢ়তায় নিমজ্জিত।
আড্ডাগুলো জমে না আর আগের মতো-
নতুন পুরাতন সব বইগুলো এখন গন্ধহীন... বিবর্ণ!
.
আজো বইমেলার সেই ছোট্ট স্টলটিতে
তন্দ্রালু স্বপ্নিল একজন বোহেমিয়ান
অপেক্ষায় রয়েছে সেই লায়লা আসবে বলে।
.
লায়লারা দু'বার একই যায়গায় কখনো আসে কি?
বিষয়: সাহিত্য
১০৫৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটা আসলেই সুন্দর।
শুভেচ্ছা রইলো।
বাকপ্রবাস ভাই হলেন আমার গুরু এবং ছন্দের যাদুকর। তিনি ছাড়া ছন্দ কল্পনায়ও আসেনা আমার।
কবিতার সময় ফুরিয়ে আসছে।
অনেক ধন্যবাদ আপনার অনুভূতির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
দেখি চেষ্টা করে।
শুভেচ্ছা রইলো।
দুঃখিত পোস্ট বহির্ভূত মন্তব্য করে ফেললাম।
আপনার কবিতাটি বেশ ভালো লেগেছে। তবে লায়লাদের আর ফিরে না আসাই ভালো। নয় কি?
মন্তব্য যে বিষয়ভিত্তিক-ই হতে হবে, তাও জরুরী নয়।
হ্যা, লায়লাদের ফিরে আসার দরকার নেই। যার যার হৃদয়েই প্রয়োজন হলে থেকে যাক।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
লায়লারা স্থিরছবির মত, বাবার না এলেও ছবিটা অক্ষয় হয়ে রয়
বয়স যত বাড়ে ততই স্পষ্ট হয়!
সুন্দর বলেছেন। বয়সকে কেন্দ্র করেই তবে লায়লাদের আবর্তন।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
প্রতি টা ঝলমলে সময় কে গুমোট মেঘে বন্দি আর আধারে ঢাকতেই 'লায়লা'রা আসে শুধু।
লায়লারা দু'বার এক ই জায়গায় কখনো ই আসে না!
লায়লাদের জন্য অর্থহীন ইন্তেজারেই কেটে কেটে যায় ........।
সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু।
মন্তব্য করতে লগইন করুন